আজ আমার ঋতুর রাজকন্যা, আমার মেয়ের জন্মদিন, তাই কিছু লিখার প্রয়াস :
বর্ষার কান্না শেষে, বিন্দু বিন্দু শিশির ভেজা পরশে
শরতের শ্বেত শুভ্রতার স্নিগ্ধ ছোঁয়ায়:
নীল আকাশের বুকে, সাদা মেঘের ভেলা চড়ে-
এলো কেশী, সাদা কাশফুলের দোলায় দোলে
শিউলির মোহিনী গন্ধ বিলিয়ে-
এসেছিলে এই দিনে, আমার ঋতুর রাজকন্যা হয়ে ।
শরতের আকাশে, ঝলমলে এক ফালি চাঁদ হয়ে
ভুবন ভাসানো এক রাশ, জ্যোৎস্নার নির্মল আলোয়-
তোর পরশে আলোকিত আজ, আমার ভুবন ।
তোর আগমনে ঢাক, ঢোল, ঝাঁঝর বেজেছিল
নবমী তিথিতে, দশভুজা মায়ের মন্ডপে মন্ডপে,
শারদীয় উৎসবের আমেজে ।
স্নিগ্ধ জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়ে-
পূর্ণিমার চাঁদের স্নিগ্ধতা গায়ে মেখে ।
সময়ের চক্র পূর্ণ করে অবশেষে-
দিন, মাস, বছর'কে পিছু ফেলে –
ছোট্ট ছোট্ট পায়ে পায়ে চলতে চলতে...
আজ, ৫-বছরে দিয়েছ পা,
হাজার বছর বেঁচে থাকো, এটাই মোর প্রার্থনা ।
রচনাকাল : ২৮/০৯/২০২১