চারদিকে এতো সব অশান্তির পরিবেশ
এরই ফাঁকে, কোথাও বেড়ে ওঠে -
কোন এক দূর শহরে,
মায়াবী চোখের অদৃশ্য অর্কিড ।
বৃক্ষেরা সব দাঁড়িয়ে আছে
মৌন মিছিলের মতো,
প্রিতিটি অসফল দিনের শেষে -
ও পাশে যে, কাঠ-কয়লার জলন্ত আগুনে
পুড়ছে মাংস পিণ্ড ।
তবুও অপেক্ষারত দেবদারু দেখে
জিঘাংসার কথা ভেবে -
তুমি হয়ে সে,
সরে গেল অন্য ফুটপাতে ।
জানিনি কিসের জিঘাংসা ছিল তা ?
তবুও পোড়ালে আগুন,
আমি মৌন........
সেও অদৃশ্য হয়ে পড়ে....
পৃথিবীর পথে ।