গরীব ! আমি নিতান্তই গরীব.....
দারিদ্রতার মাঝেই অতি কষ্টে-কাটে আমার জীবন
ক্ষুধা নিবারণের অন্ন নেই,
লজ্জা নিবারণের ছেড়া কাপড় আমার গায়ে
মাথা গুজার মত ঠাঁই নেই কোথাও.
ঠাঁই হয় ফুটপাত অথবা প্লাটফর্ম ।
সীমাহীন দারিদ্রতার মাঝেই, অতি কষ্টে কাটাই দিন
আমি জীর্ণতার মাঝে করি বসবাস,
দারিদ্রতার বোঝা বইতে বইতে আজ- আমি ক্লান্ত
দীর্ঘ নিঃস্বতায় কাটে আমার দিন রাত্রি ।
রাস্তায়, রাস্তায় ঘুরে গরমে ধুঁকতে ধুঁকতে
হাড় কাঁপানো শীতের রাতে, ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে....
অঝোর বর্ষার জলে, ভিজতে ভিজতে...
নিঃস্ব থেকে আমি আরও নিঃস্বতর হয়ে যাই ।
চিরকাল শুধু বঞ্চনা করা হয় আমাকে
সব সুখ থেকে বঞ্চিত, আমি চির বঞ্চিত,
আমার বঞ্চনার নেই কোন অবসান....।
বছরের পর বছর আমি অনাহারে-অর্ধাহারে
কোনরকম দিন কাটাই ।
খোলা আকাশের নিচে রাস্তায় শুয়ে-
এক পৃথিবী স্বপ্ন হৃদয়ে নিয়ে, কোনরকম বেঁচে থাকা ।
আমাদের নিয়ে কবিরা লিখেন কতো কবিতা
গীতিকার লিখেন কতো গান,
শব্দের গাঁথুনিতে ভরে যায় মন প্রাণ ।
চমৎকার ! দারিদ্রতা নিয়ে কতো উপহাস !
শিল্পীরা, গরীবদের নিয়ে দর্শক গ্যালারিতে করেন কতো গান
প্রতিভার জুড়ি নেই,গান গেয়ে ভরিয়ে দেন দর্শকদের মন প্রাণ
চিত্র শিল্পীরা, রঙ তুলির ছোঁয়ায় করেন, দারিদ্রতার চিত্রাঙ্কন
দাম বাড়ে চিত্রের, শিল্পীর মন হয় খোশ ।
গরীবরা গরীব'ই থাক আজীবন -
নাম কুড়াতেই এ সমাজে গরীদের বড়ো প্রয়োজন ।।