আমি মানুষ আর মানুষ বলেই
মনুষ্যত্ব খুঁজে বেড়াই
সন্ধ্যায় ল্যাম্পপোস্টের আড়ালে আলোকময় আঁধারে,
ফুটপাতে শুয়ে থাকা, অনাহারী পথ শিশুর কান্নায়,
নূয়ে পরা চাল আর প্লাস্টিকে মোড়ানো জরাজীর্ণ বস্তিতে ।
আমি মানুষ আর মানুষ বলেই
মনুষ্যত্বের রূপ দেখতে পাই
রাতের আঁধারে নির্জন পার্কের এককোণে -
উপার্জনের আশায়- ঠোঁটে লিপস্টিক, বাহারি পোশাকে সেজে
সারারাত ভোগের পণ্য হওয়া- অষ্টাদশী'র ক্লান্ত শরীর মাঝে ।
আমি মানুষ আর মানুষ বলেই
লোভ-লালসায়, ভেঙে যায় মনুষ্যত্বের দেয়াল
আমার মানবতা আজ লুকিয়ে আছে-
ভদ্র লোকের মুখোশের আড়ালে ।
জন সেবার নামে, চালাই অবৈধ ব্যবসা,
একদল কুচক্রী রাজনৈতিক নেতার পর্দার অন্তরালে ।
আমি মানুষ আর মানুষ বলেই
ক্ষুধা মিটাই- খেটে খাওয়া মানুষের প্রাপ্য আহার কেড়ে,
আমি রক্ত চোষা, আমি নিষ্ঠুর, আমি নির্মম...
দুর্বলের বুকে পা রেখে, নিজের স্বার্থ করি উদ্ধার ।
আমি মানুষ আর মানুষ বলেই
টাকার পাহাড় গড়ি, রাতের আঁধারে চালাই ক্যাসিনো
যত্ন করে গড়ে তুলি, বহুতল বিলাস বহুল বাড়ি,
কিনে নেই, রঙ বেরঙের শখের চকচকে গাড়ি ।
আমি মানুষ আর মানুষ বলেই
সর্বস্ব হারিয়ে আজ, মনুষ্যত্বের জয় গানে.....
আমি পশুত্ব খোলস ছেড়ে –
খুঁজে ফিরি মানবতা ।
রচনাকাল : ১৮/০৭/২১