এইতো বেশ ভাল আছি
কোন এক, আধমরা জগতে'র বাসিন্দা হয়ে,
মৃতবীজ যন্ত্রণা আজ, আমার হৃদয় মাঝে ছায়া ফেলে
তোমাকে, অভিশাপ দেই'নি মোটেও,
যতটা ভীত হয়েছিলে, আমার ভয়ে-
দূরে সরে গিয়েছিলে, আমার দৃষ্টি'র সীমানা ছেড়ে,
তুমি আজ, মিশে গেছো সমুদ্রে'র নোনা হাওয়া'য়
রেখে গেছো, পাপড়ি'হীন বাসন্তী রঙের শীতে'র ফুল ।
এই দেখো বেশ আছি
কেমন অনায়াসে আজ, পায়চারী করছি,
সাথে আছে, অন্ধকারে না জ্বালা আলো
অপেক্ষমাণ, অহিংসু রাত -
আর খণ্ডিত হৃদয় মাঝে আছে শুধু -
স্মৃতিময়, তোমার লাল টিপ অথবা জলপাই রঙা শাড়ী,
আরো কতশত খণ্ড স্মৃতি ।
আমি বেশ ভাল আছি
"শুধু ভাল থেকো তুমি";
যাও আরো দূরে চলে যাও.....
যাকে তুমি, স্বাধীনতা ভাবো ।
আমি থাকি, শতাব্দী'র রূপকথা নিয়ে
আমার আছে, অরণ্য নিঝুম প্রকৃতি ,
আজ, আমি একাই এক পৃথিবী ।