আমি বায়ান্নোর ভাষা সৈনিক
সালাম,বরকত,রফিক,জব্বারের মত প্রতিবাদী,
আমি একাত্তরের মুক্তিযোদ্ধার মত, নির্ভীক
হিংস্র নরপশুদের বুকে করি পদাঘাত ।
আমি ৭ই মার্চের রেসকোর্সের উত্তাল জনসমুদ্র
আমি, মুজিবের বজ্রকন্ঠ,
অন্যায়ের কাছে, করি নাকো মাথা নত
আমি কবি নজরুলের " বিদ্রোহী " কবিতা
মেনে চলি তার শপথ বাণী –
"বল বীর, চির উন্নত মম শির" ।
আমি সুকান্তর " ছাড়পত্র "
গাই আজ, নবীনের গান,
আমি রবি ঠাকুরের -
" সোনার বাংলা আমি তোমায় ভালবাসি "
আমি নির্মলেন্দুর-" স্বাধীনতা,উলঙ্গ কিশোর "
শিখেছি, স্বাধীনতাকে বাঁচিয়ে রাখা ।
আমি নবান্নে কৃষাণীর হাসিমাখা মুখ
ধুঁধুঁ মাঠে, রাখালের বাঁশির সুর,
আমি পালতোলা, নৌকার মাঝি
মধুর কণ্ঠে ভেসে আসা ভাটিয়ালি সুর ।
আমি অনিয়মের পায়ে, শেকল বেঁধে
বঙ্গ বন্ধুর স্বপ্ন পূরণে লড়ে যাই,
আমি করি নাতো ভয় -
রক্তের কালিতে স্বাক্ষর দেবো ।
আজন্ম আমি বলি, আমি বাঙ্গালি
আমি স্বার্থহীন বীরের মত,
আনকোরা, সমাজ গড়তে চাই ।
আমি প্রতিবাদী!
বৈশাখী দমকা হাওয়ায়, আমি বজ্রপাত
আমি বকুলের ঘ্রাণ -
বিলিয়ে বেড়াই দ্বারে দ্বারে,
লাখো প্রাণের বিনিময়ে -
স্বাধীনতা এনেছিল যারা
আমি, তাদের সোনার বাংলা রক্ষায় -
আপোষহীন অঙ্গীকার বদ্ধ ।