আমি আছি, দূর দিগন্তে উড়ে যাওয়া- পাখির বিস্তৃত ডানায়
আমি আছি, ঝিলের জলে- সাদা কিংবা লাল শাপলায় ।
আমি আছি, শরতের নীল আকাশ জুড়ে সাদা মেঘের ভেলায়,
আছি, জ্যোৎস্না রাতে এক ফালি নাগরিক চাঁদের আভায় ।
আমি জড়িয়ে আছি, শ্রমিকের ঝরা বিন্দু বিন্দু ঘামে
মিশে আছি, দিন মজুরের অক্লান্ত পরিশ্রমে ।
আমি আছি, গ্রাম বাংলার কৃষকের স্বপ্নের সূচনায়,
আছি, কৃষাণী’র মমতায় সাজানো ছোট্ট আঙিনায় ।
জড়িয়ে আছি, মায়ের মমতার আঁচলে,
ভেসে আছি, পদ্মা, মেঘনা, যমুনা'র জলে ।
আমি ছিলাম, বায়ান্নোর ভাষা আন্দোলনে
ঊনসত্তরের গণ’অভ্যুত্থান আর একাত্তরের রণাঙ্গনে ।
আমি ছিলাম, ৭ই মার্চের উত্তাল জনসমুদ্রের তরে,
মিশে ছিলাম, শেখমুজিবের অগ্নিঝড়া বজ্রকন্ঠের সুরে ।
আমি ছিলাম, ৭১'র রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা'র বেশে
মিশে ছিলাম, নদী-নালায় ভাসা পচা গলা সব লাশে ।
ছিলাম আমি, ৩০-লক্ষ শহীদের তাজা রক্তে ভিজে,
ছিলাম সম্ভ্রম হারানো বীরাঙ্গনা সেজে ।
আজ আমি আছি, সবুজের বুকে লাল পতাকায় মিশে
পূর্ব দিগন্তে উদীয়মান সূর্য আর সোনালী ধানের শীষে ।
আমি টেকনাফ থেকে তেতুলিয়ার ছোট্ট সীমান্ত,
আমার মাঝেই স্বর্গসুখ, আমি অনন্ত ।
আমি আছি, ৬৮- হাজার গ্রাম-বাংলা মিলে,
রেখেছি, বাঙ্গালী'কে আমার ছায়াতলে ।
আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো......
আমি চিরসুন্দর, আমি চিরসবুজ, আমার রূপের নেইকো শেষ,
আমি আছি, ৫৬ হাজার বর্গ মাইল সীমানা জুড়ে -
আমি ! আমিই- "বাংলাদেশ" ।