বিভ্রান্তি'র অগ্নিপুরুষ আমি
তুমি, জীবনে'র হাহাকার,
আমরি জ্বালানো, অযাচিত আগুনে -
আজ, আমি জ্বলে-পুড়ে ছারখার ।
আজ, এই ছায়াভরা বসন্তে'র বিকেল
আকাশে'র মুখ শুধু ভার -
টেনে আনে, ভুলে যাওয়া বসন্ত বিলাপ,
ধ্রুপদে'র অনাসৃষ্টি ।
মাঝে মাঝে মাথাগুঁজে স্তব্ধ দাঁড়িয়ে থাকা
নির্জন বৃক্ষ, মনে হয় নিজেকে,
আকাশে'র অসুখগুলো ধারণ করে -
মেঘগুলো দুর্বোধ্য - অন্ধতমস,
মনখারাপে'র মেঘের খামে, বন্দি হয় চাঁদ
এরপর, আকাশ কাঁদে অভিমানী মেয়ে'র মতো ।
তোমার গোছানো সংসারে -
আমি, অগোছালো ধূলিঝড়,
আমার চোখে, তোমার বসত -
তবুও আমি, হয়ে রই পর ।
রচনাকাল : মার্চ ২০০৬
স্থান : কলকাতা ।