ক্ষুধার্ত আমি ! পেটের জ্বালায় অনাহারে কাটে দিন-রাত
খালি পেটে ছুটে বেড়াই, রাস্তার পাশে দোকানে, দোকানে.....
বসে থাকি সারাদিন আশায় আশায় -
সামান্য কিছু খাবার হলে, অনাহারী পেটটা যদি ভরে ।
ক্ষুধার যন্ত্রণায় আমার পেট জ্বলে -
লাজ-লজ্জা বিসর্জন দিয়ে, ভিক্ষায় বসি রাস্তার ধারে,
অনেকেই চোখ রাঙিয়ে দেয় ঘাড়ধাক্কা-
অনেকে আবার বিবেকের তাড়নায় দেয় দু'এক পয়সা ।
রাস্তায় জন্ম আমার, পড়ে থাকি রাস্তা-ঘাটে
পেটেতে বড্ড ক্ষুধা, ক্ষুধার জ্বালায় পথে পথে ঘুরি -
কোথাও যদি জুটে যায় আধ-পোড়া রুটি ।
সর্বনাশী পেটের ক্ষুধা, সইতে পারিনা জ্বালা
পথে ঘাটে লোকালয়ে করে যাই আর্তনাদ,
ক্ষুধার জ্বালায়, শুনি কত গালি গালাজ ।
অনাহারী হয়েছি বলে, গালি দিচ্ছো দাও
মনেরেখো সবাই, আমিও তো মানুষরে ভাই,
ক্ষুধার্ত কোন এক, গরিব মায়ের সন্তান ।
ফুটপাতে থাকি পরে, পারিনা জোগাতে একমুঠো খাবার
অনাহারে ক্ষুধার জ্বলায়, নিস্তব্ধ রাত কাটে আমার ।
দেশ আমার ধনী হয়েছে, ধনী তো আমি নই
সবার পেটে খাবার থাকে, ক্ষুধার জ্বালা পেটেতে আমি সই ।
সবাই যখন পেটভরে খায়, তখন আমি অনাহারী
আমি ক্ষুধার্ত ! ক্ষুধার জ্বালায় করি ছুটাছুটি....
ক্ষুধার জ্বালা সইতে না পেরে -
কুড়িয়ে খাই ডাস্টবিনের খাবার কুকুর, শেয়াল একসাথে ।