স্বাধীনতা তুমি,
মুক্ত পাখির, নীল আকাশে ডানা মেলে উড়ে যাওয়া
মাঝির মধুর কণ্ঠে, ভাটিয়ালী গান গাওয়া ।

স্বাধীনতা তুমি,
শরতের কাশফুলের শুভ্র শ্বেত ঝড়,
বাঙালির হৃদয় জুড়ে চির অমর ।

স্বাধীনতা তুমি,
অগ্রহায়ণে নবান্ন উৎসবে, ধানের ঘ্রাণ
রঙিন স্বপ্ন বিলাসে, জুড়ায় কৃষকের প্রাণ ।

স্বাধীনতা তুমি,
৫২, ৬৯, ৭১- এর রণাঙ্গন
৭ই মার্চে, উত্তাল জনসমুদ্রে মুজিবের ভাষণ ।

স্বাধীনতা তুমি,
রবি ঠাকুরের- আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি,
'বিদ্রোহী' কবিতার মাঝে, কবি নজরুলের অট্টহাসি ।

স্বাধীনতা তুমি,
প্রিয় পতাকার শরীর জুড়ে, শহীদের রক্তের ছাপ
ছেলে হারা মায়ের, করুণ আর্তনাদ ।

স্বাধীনতা তুমি,
ত্রিশ লক্ষ শহীদের আত্মদান,
মুক্তিযুদ্ধে ফিরিয়ে আনা, মায়ের সম্মান ।

স্বাধীনতা তুমি,
চির সবুজ, চির সুন্দর তোমার রূপের নেই শেষ
বিশ্ব মানচিত্রে জেগে ওঠা, নতুন একটা দেশ,
হানাদার থেকে ছিনিয়ে আনা, সোনার বাংলাদেশ ।

স্বাধীনতা তুমি আছো, তুমি থাকবে.....
সবুজ জমিনে, রক্তিম সূর্য খচিত -
৫৬ হাজার বর্গ মাইল জুড়ে, বাংলার মানচিত্রে ।

রচনাকাল
২৪ মার্চ / ২০২১ ইং