কল্পদৃশ্য মাথায় নিয়ে হেঁটে যাই আমি
সম্ভবত, বুকে জমানো ভালবাসা প্রকাশের প্রত্যাশা
ঠোঁটের কোনে জমে আছে, শতসহস্র বছরের নিঃসঙ্গ'তা,
বুকের ভেতর শতেক শ্রাবণ,
বুকের মাঝে জ্বলছে, ভালবাসার প্রদীপ্ত শিখা ।
স্বপ্নের অক্ষরে- "স্মৃতি" দিলাম তোমার নাম
আমার লাল-নীল স্বপ্নের চারুকলা,
মেঘে মেঘে ভেসে যাও- মেঘ মালায়
পাখিদের সাথে উড়ে যাও- নীল আকাশ পানে ।
আজ তোমার পায়ের বেড়ি দিলাম খুলে
অতীতে'র সব ভুলে, পেয়েছ খুঁজে আপন আকাশ,
মুক্ত বিহঙ্গ হয়ে- যাও উড়ে নীল আকাশ পানে
নীলাভ আকাশের সাথে, যাও তুমি মিশে,
কর মিতালী, নীল আকাশে'র সাথে ।
কল্পদৃশ্য বুকে নিয়ে, নিঃসঙ্গতা'য় বাঁচি আমি
তাই, "মুক্তি" নামের শব্দটি দিলাম তোমায় উপহার ।