এই বেশ ভালো আছি!
নিঃসঙ্গ একা একা দিন কিংবা রাত
সুখ গুলো আজ বিবর্ণ, মলিন,
তবু হাসি মুখে বলি, এই বেশ আছি।
কত কথা, হাসি-কান্না বেদনার মাঝে
জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি'র গল্প এগিয়ে যায়
জীবনের পথে......!
সুখের আড়ালে হৃদয়ে জমানো কষ্টগুলো
পিষ্ট হচ্ছে আজ, বাস্তবতার নির্মম পদাঘাতে,
তবুও মনে সান্ত্বনা নিয়ে বলি, বেশ ভাল আছি।
দক্ষ অভিনেতার মতো, ভাল থাকার অভিনয়ে
অভিনয় করে চলেছি, নিত্য দিন জীবনে সাথে।
ভাল থাকার রং মেখে- সং সেজে মুচকি হেসে-
কষ্ট ভরা জীবন মাঝেও বলি, বেশ আছি ভাল আছি..
এইতো বেশ, ভাল আছি।
ভাল থাকার লড়াই, করছি দিনরাত
একদিন হয়তো! বিভীষিকা'ময় আঁধার কেটে-
আসবে, ঝলমলে আলোকোজ্জ্বল নব প্রভাত।
তাইতো আজও, হৃদয় মাঝে স্বপ্ন নিয়ে বাঁচি
কঠিন বাস্তবের মুখোমুখি হয়েও বলি-
এই বেশ ভালো আছি।
রচনাকাল - ২৮/০৭/২০৩
বারহাট্টা ।