বছর ঘুরে বারে বারে....
বৈশাখ আসে বাংলার ঘরে !
কারো মুখে সুখের হাঁসি আবার
কারো এক বুক দুঃখের যন্ত্রণা নিয়ে।
ধনীর অট্টালিকায় হরেক আয়োজন !
খাবার টেবিলে হরেক রকম খাবার-
পরনে রং বেরঙের পোশাকের বাহার।
অভাব অনটনের পদাঘাতে !
ফিকে হয়ে যায়, গরীবের বৈশাখের আনন্দ,
কপালে জোটে বাসি পান্তা আর পিয়াজ-লঙ্কা
পোশাক জোটে, সেলাই করা ছেঁড়া কাপড়টা।
ধনীর সন্তান মনের আনন্দেতে ছুটে চলে
শিশু পার্ক আর বড় বড় রেস্তোরায় !
গরীবের শিশু রাস্তার ধারে নোংরা পোশাকে বসে
অনাহারে পথ চেয়ে থাকে -
ধনীর দুলালের ফেলে দেয়া উচ্ছিষ্টের দিকে,
আপন মনে ভাবে !
নববর্ষের উন্নত খাবারটা যদি মোর কপালে জোটে।
নববর্ষের নতুনের আহ্বানে!
জীর্ণতা'কে পিছু ঠেলে-
চল ধনী-গরীবের ব্যবধান যাই ভুলে,
কাঁধে কাঁধ মিলিয়ে, মিশে যাই নতুনের তরে।
রচনাকাল : ১৪/০৪/২২
বারহাট্টা ।