সারাদিন রিম-ঝিম বৃষ্টি
বর্ষা এসে, করল নব সৃষ্টি ।
কালো মেঘ, আকাশকে দিল কাঁদিয়ে
প্রকৃতিকে দিল ভিজিয়ে ।
আকাশেতে, রৌদ-বৃষ্টির খেলা
ভেসেছে মেঘের ভেলা ।
চারদিক পানিতে থই থই
করছে সবাই হইচই ।
একরাশ রৌদ, একরাশ বৃষ্টি
বর্ষার কি অপরুপ সৃষ্টি !
বজ্র করছে গর্জন
হচ্ছে অবিরাম বর্ষণ ।
খাল-বিলের কোলে
শাপলা-শালুক দোলে ।
সাত রঙ্গে, সেজেছে আকাশ
রংধনুতে করছে প্রকাশ ।
চাঁদ মামা, এক ঝলক হেঁসে
মেঘের ছায়ায়, যায় ভেসে,
আবার দেয় উঁকি
দিয়ে মেঘকে ফাঁকি ।