হয়তো আমার দেয়া, সব চিহ্ন মুছে গেছে
ভেসে গেছে, কাল থেকে মহাকালে'র স্রোতে
অচিন পাখি হয়ে, উড়ে গেছে নীল নক্ষত্র পানে,
অসীম অনন্ত শূন্য মহাকাশ মাঝে -
মধুর মুহুর্তগুলো আজ, স্তব্ধতা খোঁজে ।

আমার সব স্পর্শ হয়তো মুছে গেছে -
আজ, তোমার সর্বাঙ্গ থেকে,
শিশির ভেজা ঘাস যেমন, শুকিয়ে যায় -
রোদের প্রখর উত্তাপে,
তেমনি আমার স্পর্শ মুছে গেছে আজ -
অন্যের স্পর্শ পেয়ে ।

মুছে গেছে হয়তো, ঠোঁটে'র কোমল স্পর্শ
যে, ঠোঁট দেখে মনে হতো -
উত্তাল ঢেউ দেখেছি, বঙ্গোপসাগরে,
সে, ঠোঁট হয়তো মিশে গেছে আজ -
অন্যের যুগল ঠোঁটে'র সাথে ।

তুমি মিশে আছো আজ
অন্যে'র ঠোঁটে, স্পর্শে, শিহরণে,
আজ তুমি অন্যে'র- অন্য কারোর ।

যৌবন জোয়ারে, ভাসছ তুমি
হৃদয়ে আমার, অঝোর শ্রাবণ,
তোমার হৃদয় আজ -
ঘাস - বাতাসের ওপারে বাতাস,
আকাশের ওপারে আকাশ ।
তোমার হৃদয় থেকে আজ আমি
"এক আলোকবর্ষ"  দূর ।

হৃদয় মাঝে আজ, চাপা পরে আছে
একবুক যন্ত্রণাময় হাহাকার,
জেনে রেখো তুমি -
আমি আজ, শূন্যতার মাঝে বাঁচি ।


রচনাকাল : ২০০৫ ইং
স্থান : নতুন বাজার, ঢাকা