ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ !
ঈদ মানে, মনেতে জাগায় খুশির ছন্দ ।
ঈদ মানে, সূর্যের আলোয় আলোকিত স্নিগ্ধ সকাল
জ্যোৎস্না রাতে চাঁদ বিছায় তার স্নিগ্ধতার মায়াজাল ।
ঈদ মানে, সকল ব্যবধান হয় দূর, হৃদয়ে বাজে সাম্যের সুর
বুকে বুক মিলিয়ে, সকল ভেদাভেদ করি দূর ।
ঈদ মানে কোর্মা-পোলাও, সেমাই-পায়েস হরেক রকম খাবার
নতুন জামা, জুতা পরে লক্ষ্য থাকে, আত্মীয় বাড়ী যাবার ।
ঈদ মানে, হৈ-হুল্লোড়ে ব্যস্ত সময় পারি
কারো মুখে সুখের হাঁসি, কেউবা অনাহারী ।
ঈদ মানে, গোমড়ামুখে আকাশেতে ভাসে মেঘের ভেলা
রাতের আকাশে, চাঁদ-মেঘের লুকোচুরি খেলা ।
ঈদের দিনে হবো সবাই, এক মনঃপ্রাণ
হিংসা-বিদ্বেষ ভুলে গাইবো, মিলনের গান ।
রচনাকাল : ২০/০৭/২১