আকাশ জোড়া দু:খ আমার
লুকিয়ে আছে, কালো মেঘের আড়ালে,
কষ্টে ভরা জীবনের ঢেউ-
অথই জোয়ারে, ভেসে চলছে নিরবধি।

কষ্ট আজো লেপটে আছে, আমার হৃদয় পাঁজরে
মমতার দৃষ্টি মেলে, দেখার মতো আমার কেউ নেই
কষ্টের আলিঙ্গনে আজ, আমি দুঃখ নিয়ে স্বপ্ন দেখি,
হৃদয়ে জমানো কষ্টগুলো নিয়ে আজ-
অনাহারী- অর্ধহারী কাঙালের ছবি আঁকি।

ঘুমের ঘোরে বিলাসিতার স্বপ্ন দেখি
নিষ্ঠুর বাস্তবতার পদাঘাতে, ভেঙ্গে যায় বারবার
আমি নির্বাক চোখে চেয়ে থাকি আর ভাবি
চিত্ত বাবু কোন কলমে,
আমার ভাগ্য লিখেছো তুমি?

রচনাকাল - ১৭/০৯/২০২২ইং
বারহাট্টা