বিপন্ন প্রাণে আজো খুঁজি, ভালবাসা
অতন্দ্র রাতে, ফেলে আসা মধুর স্মৃতি'র কথা,
আজো ভাসে চোখে, স্বপ্নের মাঝে ।
আজ ভালবাসা'কে দেখি, সুখের রুপালী চাঁদে
ভালবাসা'ময়, চন্দ্রিমা রাতের কোমল স্পর্শে
অথবা শিশির ভেজা ঘাসের নিবিড় চুম্বনে ।
স্বপ্নময় সুখের রুপালী চাঁদ, নিয়েছে অবসর
ঢেকেছে আজ, বিবর্ণ অমবর্ষা'র ধুঁধুঁ আঁধারে,
কালো মেঘ ঢেকেছে আজ, স্বপ্নে'র নীল আকাশ
দূর দিগন্তে উড়ে গেছে, কল্পনা'র বুনো হাঁস -
হাহাকার'ময় স্বপ্নে'র দেশে ।
আমি আজ, স্বপ্ন দেখতে খুব ভয় পাই
তবু স্বপ্নে আসে- ফেলে আসা নিষ্ঠুর স্মৃতি
শকুন বেশি স্মৃতি আজ, ঠুকরে ঠুকরে খায় -
হৃদয় মাঝে আঁকা, ভালবাসা'র মধুর স্বপ্ন'গুলি ।
স্বপ্ন হয়েছে আজ, বিবর্ণ
বিবর্ণ নিষ্ঠুর ভালবাসা,
থাকি'না ডুবে আজ, স্বপ্নের মাঝে
খুঁজি'না স্বপ্নময় ভালবাসা ।
নিষ্ঠুর স্বপ্নময় স্মৃতি'কে দিয়েছি আজ, অবসর
স্বপ্ন নয়, কঠিন বাস্তবতা হয়েছে আজ, আমার চিরসঙ্গি ।