শত সহস্র শতাব্দী'র নির্মমতা-নিঃসঙ্গতা
সবসময় আমাকে, চারদিক থেকে গ্রাস করে থাকে,
দু'চোখ বন্ধ করে, আজো আমি শান্তিতে ঘুমোতে পারি না
ইদানীং, আমার স্বপ্নগুলো ফ্যাকাসে হয়ে বদলে যাচ্ছে,
পরিচিত কিছু দুঃস্বপ্নে'র ঘোরে -
আজ, আমার আর ঘুম আসে না ।
হৃদয় মাঝে জমানো -
ফেলে আসা কিছু স্বপ্ন, কিছু স্মৃতি.....
আমাকে আজ, কুরে কুরে খাচ্ছে,
আমার হৃদয় গভীরে স্থান পেয়েছে আজ –
কিছু অবসাদ, ক্লান্তি আর নিঃসঙ্গতা ।
আমার ক্লান্ত দু'চোখ বার বার
তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে,
মুহূর্তেই আবার দুঃস্বপ্নে'র বীভৎস রূপ দেখে চমকে উঠি -
ভাবি সত্যিই আমি মানুষ তো ?
স্বপ্নগুলো আজ দুঃস্বপ্ন হয়ে হারিয়ে যায় -
বিকেলের কাছে ঝলসে যাওয়া দুপুরের কান্নায়,
মগজের মাঝে, চলে আজ কারফিউ,
স্বপ্নগুলো, চোখের সামনে দোল খেতে খেতে চলে যায়
কোন এক অজানা পাখির সঙ্গী হয়ে ।
আজ হৃদয় মাঝে জেগে উঠা -
কিছু স্বপ্ন, কিছু দুঃস্বপ্ন,
কিছু স্মৃতি, কিছু সুখের অনুভূতি
সাথে কিছু রঙিন প্রতিশ্রুতি,
মধুর কিছু স্মৃতি নিয়ে –
বেঁচে থাকার ব্যাকুল আকুতি ।