আমাদের সময় আজ, ফুরিয়ে এসেছে
চারদিক থেকে ঘিরে ধরেছে আজ, ব্যর্থতার গ্লানি
নিপীড়ন আর নির্যাতনের দেয়ালে, ঠেকেছে পিঠ ।
পৈত্রিক ভিটা, মায়ের মমতা মাখানো আঁচল থেকেও
উচ্ছেদ করা হচ্ছে আমাদের,
শেষ সম্বল ভালবাসা থেকেও
আজ, উচ্ছেদ করা হচ্ছে আমাদের ।
অধিকার-স্বাধীনতা, এমনকি স্বপ্ন থেকেও
উচ্ছেদ করা হচ্ছে আমাদের,
শৈশব, কৈশোর, যৌবন থেকেও
আজ, আমাদের উচ্ছেদ করা হচ্ছে ।
আমাদের যাপিত জীবন !
অর্ধেক পড়ে আছে জলে, অর্ধেক বালুচরে
আমাদের আজ শুধু, বাঁচিয়ে রাখা হয়েছে,
সর্বস্ব হারিয়ে, শুধু বক্তৃতা শোনার জন্য ।
মৃত্যু বীজ যন্ত্রনা, আমাদের হৃদয়ের উপর ছায়া ফেলে
দেখেছি আমরা, জীবনের নগ্নতা
বিশ্বাসহীনতার সাজানো করতল ।
আঘাতে আঘাতে আমরা বড় হই
আমরা আজ, নির্যাতিত–নিপীড়িত, নির্বাসিত
আজ, আমাদের কান্না ছাড়া, কোন অস্ত্র নেই
আজ, আমাদের ভিতরে ছায়া পড়ে সূর্যের,
সূর্যের কাছে দীক্ষা নেই সংগ্রাম ।
রোজ'ই আমাদের পুড়িয়ে মারা হচ্ছে
হত্যা করা হচ্ছে রোজ'ই –
পদতলে পিষ্ট করা হচ্ছে রোজ ।
আমি তাকিয়ে থাকি, দূর আকাশ পানে
কুয়াশা'র জড়তা কাটিয়ে –
ব্যর্থতার গ্লানি মুছে, উঠবে কখন নব সূর্য ?
সূর্য থেকে নেব দীক্ষা –
করবো অন্যায়ে'র বিরুদ্ধে সংগ্রাম,
"উচ্ছেদ" নামক শব্দটি'র করবো অবসান ।