ইচ্ছে ছিল-
পাখি ডাকা ভোরে নব সূর্য হয়ে জেগে ওঠা
শরতের মেঘ-সূর্যের লুকোচুরি খেলায় হারিয়ে যাওয়া,
স্নিগ্ধ বিকেলের সু-বাতাসে মিশে যাওয়া।
ইচ্ছে ছিল..
হেমন্তের পাকা সোনালি ধানের শীষে দোল
খেতে খেতে ......
কৃষক-কৃষাণীর ব্যস্ততা শেষে-
হারিয়ে যেতে, নবান্ন উৎসবে।
ইচ্ছে ছিল.....
শীতের ঘন কুয়াশার ধবল চাদরে মিশে যেতে
শিশির ভেজা সকালে, ঘাসের ডগায়-
বিন্দু বিন্দু শিশির হয়ে ঝরে পড়তে।
পাতা ঝরা বিকেলের স্পন্দনহীন ধূসরতা কাটিয়ে-
মিশে যেতে গুটগুটে অন্ধকারে ঝিঁঝিঁ পোকার ডাকে।
ইচ্ছে ছিল....
বসন্তের বর্ষবরণ উৎসবে মিশে-
কোকিলের ডাকে ভেসে যেতে নতুন প্রকৃতি মাঝে।
প্রকৃতি নিজেই যেখানে কাব্যের সূচনা........
ইচ্ছে করে শুধু সেই কাব্যের ছন্দ হতে।