আমাদের যাপিত জীবনের প্রাপ্য অধিকার গুলো
যখন-তখন হারিয়ে যাচ্ছে,
মহাকালের অতল গর্ভে।
আমাদের প্রাপ্য অধিকার গুলো
পদদলিত হচ্ছে, শক্তিশালীদের পদতলে,
বুকে পাথর চাপা দিয়ে, নিরবে সহ্য করছি সব-
কি যেন এক অজানা ভয়ে ।
আমাদের প্রাপ্য অধিকার গুলো
আজ, শুধু আজন্ম নীরবতার সঙ্গী,
কষ্টই যার, উপকরণের উৎস
ব্যর্থতার এই চির মলিন বেলায় -
ব্যর্থতায় কাৎরাচ্ছি শুধু, অধিকারের আশায়।
সভ্যতার থাম, খুলে দাও আজ
সবাই এক, সবার আছে অধিকার
পৃথিবী জুড়ে, বয়ে যাক সাম্যের গান।