মৃত্যু! তুমি আঘাতে আঘাতে......
জর্জরিত জীবনের থেকেও মর্মান্তিক....!
তুমি শুধুই আপনজন'দের হৃদয় থেকে -
বিচ্ছেদ বেদনার গ্লানি নিয়ে আসো,
হে! মৃত্যু তোমায় পেয়ে শ্রান্ত দেহ নেয় চির বিশ্রাম।
মৃত্যুর ভয়াল থাবার কাছে, প্রতিটি মানুষ বড়ই অসহায়!
মৃত্যুর নিষ্ঠুর নির্মমতা যখন, ভয়াল রূপে এসে বলে-
পৃথিবীর সব মায়ার বাঁধন ছিন্ন করে-
চলে আয়, আমার আঙিনায় ।
এসেছে সময়, জীবন নামক মায়া ঘর এবার ভাঙার পালা
সাধের জীবন যেন, মুহূর্তেই ডুবন্ত সূর্যের মতো-
পৃথিবীর সকল মায়া ছেড়ে হঠাৎ, নিরুদ্দেশ হয়ে যায়!
ফেলে আসা কতশত স্মৃতি, মুহূর্তেই ঘোলাটে হয়ে -
আঁধারে মিলিয়ে যায়।
আপনজন দের বুকফাটা কান্না, স্নেহ, মায়া-মমতা......
সবকিছু ত্যাগ করে পড়ে থাকে-
নিস্তব্ধ নিথর নিষ্প্রাণ লাশ হয়ে -
পড়ে থাকে নিঃসঙ্গ একা হয়ে ।
সারা জীবনের সঞ্চিত অর্থ, বিত্ত,ঐশ্বর্য কিছুই যাবেনা সঙ্গে-
শেষ সম্বল হবে শুধু, সারা জীবনের আয় করা এক টুকরো সাদা কাফন আর শুয়ে থাকার জন্য, সাড়ে তিন হাত মাটি।
মানুষের নেই হুশ এই ক্ষণিকের জীবন তরে..!
তবুও নতুন নতুন স্বপ্ন গড়ছে হৃদয় জুড়ে,
জীবন যুদ্ধে পরাজিত হয়েও
গড়ছে স্বপ্নময় আপন ভুবন ।
রচনাকাল : ০৫/১০/২০২২
বারহাট্টা