বাবা মানে শাসন-বারণ, মনেতে ভয়ের বাসা
ভয়ের আড়ালে লুকিয়ে থাকা, নীরব ভালোবাসা ।
বাবা মানে, নির্ভরতা, অশেষ নিরাপত্তার চাদর
শত শাসনের মাঝে, গোপনে না বলা আদর ।
বাবা মানে, প্রখর রোদে বট বৃক্ষের ছায়া
কঠিনের আড়ালে লুকিয়ে থাকা, হৃদয় জুড়ে মায়া ।
বাবা মানে, মেঘের আড়ালে লুকিয়ে থাকা সূর্য
ছায়া হয়ে পাশে থেকে, দেয় সাহস ধরতে শিখায় ধৈর্য ।
বাবা মানে, জ্যোৎস্না বিলাস, ভরা পূর্ণিমার চাঁদ
জীবন চলার পথে, পরম বিশ্বাসী দুটি হাত ।
বাবা মানে, হেমন্তের সোনালী আলোয় উদ্ভাসিত মাঠ-প্রান্তর
কঠোরতার আড়ালে লুকিয়ে থাকা, কোমল অন্তর ।
বাবা মানে, শীতের সকাল, শিশির ঠোঁটে পাখি ডাকা ভোর
বিপদেতে আগলে রেখে, মনে বাড়ায় জোর ।
বাবা মানে, শীতের খোলস ছেড়ে, বসন্তের স্নিগ্ধতা বিচরণ
শ্যামল মায়াবী আঁচলে বেধে রেখেছো, সারাটা জীবন ।
আজ অবেলায় চোখের কোনে, দু’ফোটা অশ্রু জমে
অশ্রু সিক্ত চোখে তোমার স্মৃতি, ভেসে ওঠে অন্তরে ।
যে কথাটি হয়নি বলা, শুনে নাও বাবা......
স্মৃতির মাঝে আজও তোমায় খুঁজি, আমার প্রিয় বাবা ।
রচনাকাল : ১০/০৭/২১