কোভিড করোনা !
চীনের উহানে, নিয়েছিস জন্ম
এক এক করে বিশ্বকে করেছিস গ্রাস,
সব কিছু করেছিস লন্ড ভন্ড
স্বাভাবিক জীবনযাত্রাকে, করেছিস নাশ ।
করোনা ভাইরাস !
হাজার বছরের সাজানো সভ্যতাকে
করে চলেছিস, আজ বিনাশ
তোর প্রচণ্ড প্রকোপে
অবরুদ্ধ আজ পৃথিবী,
অসহায় মানুষেরা হারাতে বসেছে আজ -
স্বাভাবিক চলার গতি ।
Bastard করোনা !
তোর বিষাক্ত ছোবল থেকে
পাচ্ছে না রেহাই...
ধনী কিংবা গরীব,
প্রেসিডেন্ট কিংবা রাজা,
আবাল,বৃদ্ধ,বনিতা সকলকে
দিচ্ছিস কেন ? আজ এত নিষ্ঠুর সাজা ।
ওরে Rascal !
তোর দাপটে বন্ধ আজ -
স্কুল, কলেজ, ইউনিভার্সিটি,
মন্দির, মসজিদ, গির্জা,
হারামজাদা ! এটা কি তোর রীতি ।
ওহে Stupid !
লক্ষ মানুষের মৃত্যুর খেলায়
মেতেছিস তুই আজ,
ডাক্তার, বিজ্ঞানী....
সবার ঘুম করেছিস হারাম,
কপালে, ফেলেছিস চিন্তার ভাঁজ ।
তোর প্রকোপে ঘটিয়েছিস আজ
মানুষ-মানুষে বিভেদ,
আলিঙ্গন, করমর্দন তো দূর...
কথা বলার, দূরত্বও দিয়েছিস বাড়িয়ে ।
Bastard, Rascal নাকি Stupid
কি নামে, ডাকবো তোকে বল ?
ডাকার ভাষা আজ, ফেলেছি হারিয়ে,
জরা-জীর্ণতা কাটিয়ে -
উঠবে আবার, নব প্রভাতের নব সূর্য,
তুই একদিন, ধ্বংস হবিই হবি ।
ওরে বেজন্মা ! করোনা
তুই তো, আর ঈশ্বর না
তবে, কীসের এতো ভয় ?
হাতে হাত রেখে,
মৃত্যুকে করব আমরা জয়
বিধাতার আশীর্বাদে বাঁচব সবাই,
হারামি ! করোনা, তোর করুণাতে নয় ।