কোন রাজনৈতিক বিচারে নয়, একজন পিতা হারা কন্যাকে সান্ত্বনা দেবার মত ভাষা নেই তবু, আমার ক্ষুদ্র লেখা ।
কেঁদোনা বঙ্গকন্যা তুমি কেঁদোনা
বাঙ্গালী আমরা জানি -
তোমার হৃদয়ের জমানো বেদনা ।
'৭৫'-এর কলঙ্কিত কালো রাতে হারিয়েছ তুমি -
পিতা - মাতা, ভাই, আত্মীয়-স্বজন,
ভাগ্য চক্রে বেঁচে আছ, তোমরা দু'জন ।
বঙ্গ কলঙ্কের রক্তাক্ত এই দিনে
পিতার রক্ত, বাঙালীকে -
জড়িয়েগেছে ঋনে ।
বঙ্গ পিতার রক্ত বইছে তোমার ধমনীতে.......
চোখের জল মুছে -
পিতার আদর্শে, গড়ে তোল কলঙ্ক মুক্ত স্বদেশ ভূমি ।
পাহাড় চূঁড়া দুঃখ চেপে -
টিকে আছ আজো তুমি ।
কি দেব সান্ত্বনা তোমায় ?
পিতার আদর্শে বেঁচে থাক -
এটাই মোদের প্রার্থনা ।