এক অস্থির সূর্য
আমার হৃদয় মাঝে -
দিন-রাত ধরে জ্বলছে,
নিজের তাপ বাড়িয়ে বাড়িয়ে -
আমায় দগ্ধে দগ্ধে মারছে ।
আমি সব মুখ বুজে সইছি
শুধু, আঙ্গার হবো বলে ।
আমার হাতের মুঠো খালি
কেবল, শব্দ দিয়ে আঁকি,
শব্দের মাঝে, জ্যোৎস্না ভরে রাখি
আঙ্গার, শুধু আঙ্গার হবো বলে ।
আমার জমানো সব ইতিহাস
পুড়িয়ে পুড়িয়ে -
ছাই হয়ে, আকাশেতে উড়বে,
শুধু, আঙ্গার...
আঙ্গার হবো, একদিন ।