বাংলার মানচিত্রে ছোট্ট একটি গ্রাম
টুঙ্গিপাড়া তার নাম,
গাঁয়ের পাশে বয়ে চলা নদী মধুমতী,
রত্নগর্ভা মায়ের কোল জুড়ে -
জন্মেছিল, বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
সংগ্রামী চেতনার আরেক নাম -
বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান,
তুমি শক্তি, তুমি ধৈর্য, তুমি সাহস
অন্ধকারকে দূরে ঠেলে –
জাগ্রত করলে সকল জাত কূল,
বর্ণ-বিবর্ণের জাতিকে ।
বিশ্বের বুকে সর্ব কালের শ্রেষ্ঠ বঙ্গ সন্তান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা তুমি
পরাধীনতার শৃঙ্খল ভেঙে,
স্বাধীনতার নব সূর্য দিলে এনে ।
বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান
বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান,
ইতিহাস সেরা অলিখিত ভাষণ দিলে
পল্টন ময়দান থেকে সারা বাংলা জুড়ে
বাঙালি আমরা নিলাম আপন করে ।
বাঙালি জাতির সূর্য সন্তান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
বাহান্ন থেকে একাত্তর, বঙ্গ স্বাধীনতায় রেখেছ অবদান
কৃত কর্মে, কোটি বাঙালির হৃদয়ে নিয়েছ স্থান ।
বাংলা মায়ের অদম্য মহাপুরুষ
কোটি বাঙ্গালীর প্রাণ -
বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান,
ভুলেনি বাঙালি আজও, ভুলবো-না কভু
তোমার রেখে যাওয়া অবদান ।