মেঘ কালো
আঁধার কালো -
কালো ঘাতকের মুখোশ ।
শ্রাবণের কালো মেঘে ঢাকা আকাশ
ক্ষণিকের জন্য করেছিল গ্রাস -
ফুটে উঠা এক ফালি পূর্ণিমা চাঁদ ।
কালবৈশাখী ঝড়ের মত -
ঘাতকেরা বুলেট চালিয়েছিল শতশত
রক্ত গঙ্গার স্রোত বয়েছিল সে রাতে
ধানমন্ডির ঝিলের জলে -
রক্তের স্রোত ভাসতে ভাসতে........
মিশেছিল এসে,
পদ্মা - মেঘনা - যমুনার বুকে
বাঙ্গালীর প্রাণ প্রিয় -
ঐতিহাসিক "৩২" নম্বর থেকে ।
পিতার রক্তে ঘাতকেরা করেছিল স্নান
বাংলার মানচিত্রকে -
রক্তগঙ্গায় ভাসিয়ে করেছিল ম্লান ।
পিতার পাঁজর থেকে ঝড়া
এক ফোটা লাল রক্ত,
সবুজের সাথে মিশে -
লাল তিলক এঁকেছিল -
বাংলার পতাকার মাঝে ।।।