শরতের শিশির ভেজা ঘাসে স্নান করে
সোনা ঝরা রোদে, সাদা মেঘের ভেলায় চড়ে
শিউলির গন্ধ গায়ে মেখে,
শুভ্র সাদা কাশের দোলায় চড়ে –
জন্মেছিলে আজ, এই দিনে বাংলা মায়ের কোলে
শরতের স্নেহ ধন্য, শরৎ কন্যা হয়ে ।
তোমার আগমনে পূর্ব আকাশে, সূর্যের কিরণে
রুপালী শিশির বিন্দু হেসেছিল, সেদিন প্রাণ খুলে ।
শরতের ঝলমলে জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়ে
পূর্ণিমার চাঁদের স্নিগ্ধতা গায়ে মেখে,
জন্মেছিলে, বাংলার মমতাময়ী কিংবদন্তী হয়ে ।
তুমি জন্মেছিলে বলে, বিজয়ে ধ্বনি উঠল বেজে
তোমার আগমনীর সুরে সুরে,
টুকরো টুকরো কালো মেঘগুলো সব-
গেল উড়ে আকাশের সীমানা ছেড়ে ।
তোমার বলিষ্ঠ নেতৃত্ব দেয় প্রেরণা, যোগায় সাহস
তুমি বাঙালির অনুপ্রেরণা, তুমি বাংলার সুচিন্তিত ইতিহাস ।
এই দিনে টুঙ্গিপাড়ায় মায়ের কোল আলোকিত করে
জন্মেছিলে তুমি......।
দিনের পর দিন, বছরের পর বছর গেল চলে
সময়ের চক্র পূর্ণ করে অবশেষে-
শরৎ কন্যা আজ, ৭৫-এ দিয়েছ পা,
হাজার বছর বেঁচে থাকো, দুঃখী বাঙালির প্রার্থনা ।
রচনাকাল : ২৭/০৯/২০২১