আজ বাংলা বর্ষের জন্মদিন
শুষ্ক-দীর্ণ ঝরা পাতার মত -
কালের সমুদ্রে ভেসে যাবে বিগত ।
আজ বাংলা বর্ষের জন্মদিন
চৈত্রের দাবদাহ কাটিয়ে,
নতুন দিয়েছে ডাক ।
সময়ের চক্র পূর্ণ করে-
বছরের নব সূর্য নিয়ে,
এসেছে আজ, দুরন্ত বৈশাখ ।
আজ বাংলা বর্ষের জন্মদিন
নতুন সাজে, বাংলা সাজবে আজ,
নব পত্র-পল্লব ফুটবে আজ
তিমির বিনাশী আলোর সারথি হয়ে,
ভুবন ভাসানো আলোয়-
ভরিয়ে দেবে বাংলার আকাশ ।
আজ বাংলা বর্ষের জন্মদিন
নতুনের সূচনা বাংলার বুকে,
আজ, আমাদের পহেলা বৈশাখ ।