আজ আমার প্রিয় একমাত্র মেয়ের জন্মদিন, তাই কিছু লিখার প্রয়াস ।
শ্রাবণ গেল, ভাদ্র গেল
কাশফুলের সাথে, সাদা মেঘের বন্ধনে
মেঘের কোলে রৌদ্রু'র আলিঙ্গনে,
এক রাশ মমতার আলো ছড়িয়ে,
এসেছে আজ, ভালবাসায় মাখানো সে দিন !
আজ "১২-ই" আশ্বিন ।
আজ আমার ছোট্ট মা'মনির জন্মদিন ।
আকাশের কান্নার মাঝে
এক রাশ চাঁদের হাঁসি নিয়ে –
গর্ভধারিনীর কোল জুড়ে,
এসেছিলে, এই দিনে –
আমার ঘর, আলোকিত করে ।
দুর্গা মায়ের কোলে চড়ে
নবমী তিথি'তে, ঢাকঢোল বাজিয়ে,
মা দুর্গা উপহার দিয়েছিল তোকে -
আমার রাজকন্যা রূপে সাজিয়ে ।
তোর আগমনে, নতুন পৃথিবী পেয়েছি আমি
তাইতো, দশভুজা মায়ের কাছে ঋনি আমি ।
আজ, সেই শুভ দিন
বছরের চক্র পূর্ণ করে -
"৪"- এ দিয়েছ পা,
শুভেচ্ছা তোমায় "মা"
আজ শুভ জন্মদিন তোমার ।।