সবুজ-শ্যামল ছায়ায় ঘেরা, ছোট্ট একটি গ্রাম
বঙ্গ শ্রেষ্ঠ "টুঙ্গিপাড়া" তার নাম ।
জন্মেছিল দুরন্ত এক শ্রেষ্ঠ বঙ্গ সন্তান
বজ্রকন্ঠে শুনিয়েছিল, শ্রেষ্ঠ বঙ্গ মুক্তির গান ।
করেনি কখনও মাথা নত,
আঘাত এসেছে কতশত ।
ভালবেসে, বাঙালিকে টেনে নিয়েছিল বুকে
আগ্নিঝড়া কণ্ঠে, দিয়েছিল হিংস্র নরপশুদের রুখে,
অভাগা বাঙালিকে দিতে শিখিয়েছিল রক্ত –
করতে সোনার বাংলা হিংস্র নরপশু মুক্ত ।
পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠ বাংলার স্থান
সব, তোমার সাহসের অবদান ।
বাংলার কোলে জন্মে, বাংলা মাকে করেছো মহান
তুমি বাংলার কোটি মানুষের প্রাণ,
শ্রেষ্ঠ জাতির, শ্রেষ্ঠ পিতা – শেখ বুজিবার রহমান ।