দেবী তোমার আগমনের ..
আনন্দেতে মশগুল ছিলাম সবাই
ভক্তরা সবাই চোখের জলে ভাসিয়ে -
আজ, তোমায় দেবো বিদায় ।
দেবী তোমার মর্তে আগমনে
বিন্দু বিন্দু শিশির কনা জমেছিল, সবুজ ঘাসে তরে,
মাতাল হাওয়ায় আনন্দেতে নেচেছিল –
হাওয়ায় দোলা কাশবন ।
শিউলির মুহুঃ মুহুঃ গন্ধে
মেতেছিল চারদিক ।
দশভুজা মা দুর্গা ...
অশুভ নিধনে এসেছিলে, সপরিবারে......
ষষ্ঠীতে অকাল বোধনে মর্তে সূচনা তোমার
সপ্তমীতে মন্ডপে মন্ডপে......
পূরহীতের মন্ত্র পাঠ -
উলুধ্বনি, শঙ্খধ্বনি, কাঁসর, ঢাক বাজিয়ে
করেছিলাম তোমার আরাধনা ।
মহাষ্টমীতে ভক্তের পুষ্পাঞ্জলিতে
হরেক রকম ফুল-বেল পাতায় ঢেকেছিল তোমার চরণ ।
মহানবমীতে সন্ধ্যাবেলায়, দেবীর 'মহা আরতিতে
ঢাকের তালে হৈচৈ-তে মেতেছিলাম ছিলাম সবাই ।
দশমী' মানেই, ঘরের মেয়েকে যেতে হবে চলে
ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীর আনন্দ শেষে,
সবার চোখের জলে ভেসে -
মায়ের বিদায় পালা ।
চোখের জল মুছতে মুছতে প্রার্থনা তোমার কাছে “মগো”
শান্তির ধারা বিলিয়ে দাও এ জগত সংসারে,
দুর্গতি থেকে রক্ষা কর তোমার সকল সন্তানদের ।।
রচনাকাল : ১৩/১০/২০২১