** একদিন বয়সী নবজাতককে নিজের মা নির্জন স্থানে ফেলে চলে যায়। অন্য এক নারী নবজাতকটিকে পেয়ে লালনপালন করছেন।। সত্য ঘটনার প্রেক্ষাপটে কিছু লিখার প্রয়াস।
মা'গো তুমিই তো আমার পৃথিবীর সবচেয়ে আপনজন
দশ মাস কতো কষ্ট করেছ, আমায় নিয়ে,
গর্ভে ছিলাম যখন, তোমার সাথে ছিল নাড়ির বাঁধন
তুমি খেলে, আমি খেতাম-
নিশ্চিন্তে ঘুমিয়ে যেতাম, তোমার উদর মাঝে।
প্রহর গুনতাম, তোমার উদরের ছোট্ট পৃথিবী ছেড়ে
নতুন পৃথিবী দেখবো কবে?
ভাবিনি কখনো, নতুন পৃথিবী দেখার ইচ্ছাই-
অভিশাপ হয়ে দাঁড়াবে, আমার জীবনে।
নতুন পৃথিবীতে এসে, চোখ মেলে দেখলাম
মা'গো- তোমার নিষ্ঠুরতা! তোমার নির্মমতা!
পাষাণী হয়ে ঠেলে দিলে আমায় মৃত্যুর মুখে,
ফেলে গেলে নির্জন স্থানে।
মা'গো কি অপরাধ ছিলো আমার?
জানি! কোন জবাব নেই তোমার কাছে,
হয়তো তোমাদের সাময়িক তৃপ্তি আর
আনন্দ ভোগের- ফসল ছিলাম আমি ।
নিয়তির বিধানে, বিধাতার খেলায় হেরেছ তুমি
মৃত্যু নিশ্চিত জেনে, তুমি গেলে ফেলে-
আরেক মমতাময়ী 'মা' আমায় নিল কোলে তুলে,
জড়িয়ে নিল পাঁজর মাঝে।
তাইতো! 'মা' শব্দটি কলঙ্কিত না করে
আমি অন্তর থেকে বলি-
হে! ছেড়ে যাওয়া হাত তুমি ভালো থেকো,
যা কিছু সুখকর, মঙ্গলময় তোমার হোক।
তোমার সকল নিষ্ঠুরতা, নির্মমতাকে বিদায় দিয়ে-
আজ, পেয়েছি আমি কাঙ্ক্ষিত মমতাময়ী মায়ের দেখা।