মনের দুঃখ থেকে কবিতাটা লিখলাম । একজন স্বার্থান্বেষী কুকুরকে উদ্দেশ্য করে লিখা :
..................................................................।

আপন যখন পর হয়
মনেতে অবিশ্বাস বাঁধে ঘর
বিশ্বাস-অবিশ্বাসের মাঝে উঠে প্রবল ঝড় ।

ছিঁড়ে যায় মমতার বাঁধন
ভেঙে যায় পাঁজর,
পিছন ফেরার নাইতো সময় -
কেউ দেখেও দেখে না এক নজর ।

সুবিধা ভোগী'রা সুযোগ নেয় বার বার
রক্তের সম্পর্ক খায় ধোঁকা,
আপনজন'দের দূরে ঠেলে -
সুযোগ সন্ধানী'রা নেয় সুবিধা ।

সময়-সুযোগ পেয়ে -
ভালবাসার সম্পর্ক'কে করে গ্রাস,
স্বার্থ লোভী, সুবিধাভোগীর দল ।

ধোঁকাবাজি করে আপনজনকে দেয় ভুলিয়ে
সম্পর্কের মাঝে ঢেলে দেয় বিষ,
লাভের আশায় স্বার্থান্বেষী সব-
পা-চাটা কুকুর হয়ে করে কলরব ।

স্বার্থ লোভী ভাবে বিশ্বজোড়া আপন সব-
পর কেউ নাই !
জানেনা তারা, আপন-পরের গণ্ডী
চক্রান্তে নয়তো সীমাবদ্ধ !

রচনাকাল : ১৭/১১/২০২১