বুকের ভিতর জমে আছে
শূন্যতা আর নিদারুণ হাহাকার......!
যোগ-বিয়োগের হিসাব কষে দেখি
হিসাবের খাতায় ফলাফলে গরমিল,
যোগ থেকে বিয়োগের সংখ্যা বেড়েছে দিন দিন......।
চিরচেনা মুখগুলো মুছে যাচ্ছে
একের পর এক......
মনের গহীন থেকে ।
ভালোবাসার বন্ধনে আবদ্ধ হাতগুলো
দূরে সরে গিয়ে আজ শুধুই স্মৃতি।
ইদানীং নিজেকে বড্ড একা মনে হয়
একাকীত্ব আর নিঃসঙ্গতা করেছে গ্রাস,
এক এক করে মুছে যাচ্ছে -
আদর-সোহাগ আর শাসন.....
ভালোবাসার সেই মানুষগুলোর অভাবে ।
একসময়, বড্ড বিরক্ত মনে হতো
হারিয়ে যাওয়া সেই মানুষগুলোর শাসন-বাড়নে,
অথচ আজ, তাদের শূন্যতায় কাঁদে এ মন ।
হয়তো ! হারিয়ে যাবো একদিন, আমিও
রাতের আঁধারে তারাদের সাথে,
মিশে যাবো ভোরের কুয়াশায়...!
ঘুমিয়ে যাবো দূর্বা ঘাসের উপর ঝরে পরা শিউলির পাশে,
অথবা মিশে যাবো কোন এক ক্লান্ত দুপুরে
কৃষকের কষ্টে বুনা সবুজ ফসলের তরে ।
তারপর হয়তো !
আমারই মতো কোন এক অগোছালো কবি
লিখবে আবার নতুন করে, নতুন কোন কবিতা ।
হয়তো ! আমারই মতন করে
কারো বুকের ভিতর, উঠবে ভরে-
শূন্যতায় ভরা হাহাকার ।