একা, আমরা সবাই একা !
সারাদিন জুড়ে, আকাশকে দাপিয়ে বেড়ানো সূর্য -
নিজের তেজ হারিয়ে, সেও এক সময় একা হয়ে যায়-
ক্লান্ত বিকেলে'র ছলনায় ।
জ্যোৎস্না রাতে আকাশের বুকে ঝুলন্ত, এক ফালি চাঁদ
সেই চাঁদটিও একা হয়ে যায় -
নিঃসঙ্গ রাতের নিষ্ঠুর নীরবতায় ।

এই জগতে চলার পথে, সবাই একা !
সন্ধ্যার গোধূলি, রাতের তারা,
নির্জন অরণ্য, নিঃসঙ্গ স্রোতহীন নদী কিংবা
জনশূন্য বিচ্ছিন্ন দ্বীপ, মৌন পাহাড় -
একা ! সবাই একা........!

তিলে তিলে গড়া ব্যস্ত শহর
কর্ম ব্যস্ততার দেয়ালে আঁকা,
দিনশেষে ব্যস্ততার ঘড়ি'টা যখন থমকে দাঁড়ায়,
আবারো সে একা হয়ে যায়, নির্জন রাতের ছলনায় ।

কতশত স্বপ্ন জমে, ক্লান্ত হৃদয় মাঝে
তবুও এগিয়ে চলি, একাকীত্বের তরী বেয়ে,
পৃথিবীর তরে একা, আমরা সবাই একা ।

রচনাকাল : ৪ঠা জুলাই ২০২১ইং