ভালবাসা নামের শব্দটি আজ, গেছে অস্ত
বিভীষিকা'ময় আধারের অন্তরালে
শিশির ভেজা ঘাস গেছে শুকিয়ে,
রৌদ্রের প্রখর উত্তাপে ।
চির মুক্তি দিলাম তোমায়– এ আমার অহংকার
বুকভরা যন্ত্রণার মাঝে,
আমি আজ, নির্দয় নির্বিকার,
হৃদয় খাঁচায় বন্ধি পাখি'কে দিলাম উড়িয়ে-
সকল মায়ার বাঁধন ছাড়িয়ে
নিঃসঙ্গ তাকে নিলাম, হৃদয় মাঝে জড়িয়ে ।
আমায় ঘৃণা কর- নিষ্ঠুর স্বার্থপর ভেবে
মুছে ফেল, হৃদয়ে জমানো যত স্মৃতি,
ভালবাসার স্মৃতিতে নয়, নয় প্রেমে
বিসর্জন দাও আমায়-
ঘৃণার অথই জোয়ারে ।
অতন্দ্র রাতে, রাত'জাগা নিঃসঙ্গ বিহঙ্গ আমি
যাই শুনিয়ে, ভালবাসার গান দ্বারে দ্বারে,
নিশি কোকিল বেশে-
ভালবাসা'ময় মধুর স্মৃতিতে-"বসন্তের" বারতা আনি ।
বিভীষিকা'ময় আধার মাঝে
অমবর্ষা নয়, নয় ধুঁধুঁ আধার'ময় হাহাকার,
আলোর সারথি হয়ে-
ভুবন ভাসানো একরাশ আলো নিয়ে
চন্দ্রিমা রাতের চাঁদ হয়ে-
প্রদীপ জ্বালাই, ভালবাসা'ময় আধার মাঝে ।
গোলাপ নয়, রজনীগন্ধা নয়, নয় শিউলি
নিশি রাতের, নিঃসঙ্গ বেলি হয়ে-
গন্ধ যাই বিলিয়ে, ভালবাসার তরে,
কাক ডাকা ভোরে, যাই ঝড়ে ।
গ্রীষ্মের দাবদাহ নয়, নয় বর্ষার মেঘে ঢাকা আকাশ
শরতের ঝলমলে পূর্ণিমার রাতে,
এক ফালি নাগরিক চাঁদ হয়ে-
করি ভালবাসার আলোর বহিঃ প্রকাশ ।