শুনেছি মাঘের কোন এক
কুয়াশাচ্ছন্ন শীতের গোধূলি লগ্নে -
ভূমিষ্ঠ হয়ে কেঁদেছিলাম -
মায়ের কোলে ।
সেই ক্ষণ হতে শুরু -
আমার জীবনের পথে
গুটি গুটি পায়ে, ছুটে চলা .....
কত কুয়াশাচ্ছন্ন ভোর গেল
গেল কত শীতের গোধূলি..
আজও চলেছি সেই পথে
অবিরাম, অবিরত .. ক্লান্তিহীন-
পথে হেঁটে পৌঁছেছি আজ- "৪০" বছরে ।
চলার পথে আজও.....
সুখে-দুঃখে, সঙ্গী হয়ে আছে -
শুধু আমার "মা" ।।