একুশ মানে-
মায়ের কোলে শিশুর হাসি- মা'কে মা ডাকার অধিকার
সালাম, বরকত, রফিক, জব্বারদের রাজপথ কাঁপানো হুঙ্কার।
একুশ মানে-
ভাষা শহীদদের তাজা রক্তে রঞ্জিত রাজপথ
মাতৃ ভাষা বাংলাকে, রাষ্ট্র ভাষা করার অগ্নি শপথ।
একুশ মানে -
শহীদদের রক্তে লিখা বর্ণমালা
শিশুর মুখে অ-আ, ক-খ স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণ বলা।
একুশ মানে-
লাল-সবুজ পতাকা রক্ত বিধুর
সবুজের বুকে লাল মায়ের সিঁথির সিঁদুর।
একুশ মানে-
ক্লান্ত রাখালের কণ্ঠে রাখালিয়া গানের সুর
পূর্ব আকাশে নব সূর্যের কিরণ, কাক ডাকা ভোর।
একুশ মানে-
ভাষা আন্দোলন, বাঙালির হৃদয় জুড়ে অমর-মহান
বাংলার বুকে সদা দীপ্ত শিখা-অনির্বাণ।
একুশ মানে-
নগ্ন পায়ে প্রভাত ফেরী, সমবেত কণ্ঠের গান,
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।'