হে মা আমারে শান্তি দে শান্তি দে।
নইলে অঞ্জলি তোর রক্ত জবা,
দেবো আমি মোর রক্তে রে!
আর পারিনা দেখিতে জ্বালা,
জ্বলছে আমার বিশ্ব হে
এবার যদি না বাঁচাস তারে,
আমি তোর ছেলে ত্যাজ্য হে!
তুই বাহু চারে ধরিস নে আর,
বর মুদ্রা খড়গ মাথা
রণকাল ওরে আসছে ঘনিয়ে,
ধর চার হাতে কাটারি কাটা
পায়ের নিচে শুয়ে আছে শিব,
তাই বলে তুই পাস লজ্জা?
ওরে কত শিব তোর আসবে যাবে,
ভাঙরে বেড়ি ভাঙ দরজা!
রাগ করিস নে মারে আমার,
দেখ তো ধরার মুখটা চেয়ে!
পেটের জ্বালা মনের জ্বালা ধর্মে জ্বালা কর্মে জ্বালা,
জীবন ভরে লক্ষ দহন, কোনটা ছোট কার চেয়ে?
আজ বিশ্ব আমার বিবশ পথিক,
তার দিবস জুড়ে অন্ধকার।
শয়তানেরা ময়দানে আজ,
মা তুই কররে তাদের সংহার!
হে মা আমারে শক্তি দে শক্তি দে
করি বিশ্বটারে সংস্কার,
করি দিগ্বিদিকে শান্তি বাদল,
করি তোর চরণে কোটি নমস্কার।