মানুষ কখনো একা থাকেনা।
বিশেষত তারা, যাদের ঘুম ভাঙতে পাখি লাগে না।
ঘুমের মধ্যে স্বপ্ন লাগে না।
বিশেষত তারা, যারা মানুষকে মন দিয়ে বিচার করে না।
তাদের দোষ-গুণ দিয়ে টর্চার করে।
বিশেষত তারা, যারা সম্পর্কের মীমাংসা করে
আলোচনায় নয়, সমালোচনায়, নিন্দায়।
যারা পৃথিবীটাকে সুন্দরের মঞ্চ আর নিজেকে সুন্দরের সারথি মনে করে না।
যেন, এই গোলক তাদের অধীন
তাদের কৃপাতেই ষোল আনা।
বিশেষত তারা যারা কোকিলকে তার কুহু কুহু বাউল-পনায় চেনে না।
চেনে কাকের বাসায় তার ডিম পাড়ার জন্য।
হয়তো তারাই মানুষ!
আমরাই শুধু বুঝি না,
'কিসের সুন্দর কিসের আনন্দ-রব কিসের ডানামেলা প্যারোটিয়া পাখির নাচ?
করো লোভ মারো কোপ, টাকা দেখে মারো ঝাপ।
জীবন যে চালাকির, সেখানে সত্য বলা মহাপাপ।'
তাই বোধহয় আমরা মানুষ নই, আমরা কবি!