কালের পৃষ্ঠে কাল চড়িছে
মহাকালে জীবন মম অতি তুচ্ছ-কাল
আমি সেই কালান্তের কাল
অসীম ক্ষুদ্র মহাসমুদ্র আমি জুড়িয়াছি
তাই আমি গর্বিত মহান!
আমি সর্ব আশার পূর্ব আশা স্রষ্টার
মহাচিন্তার আলিঙ্গনে পুষ্ট উচ্ছ্বসিত
আমি আলোকপুচ্ছে বিলোপ-চিহ্ন অন্ধকার
তবু আমি ভয় নই
আমার পুচ্ছে করি ভর
পুনঃবার আসিতেছে
সেই দুর্বার অনিবার্য মহাসৃষ্টি
নব প্রাণ নব সুর নব বন্ধন নব মুক্তি
কতো বিধুর বেদনা কতো মধুর সৌন্দর্য
আসিতেছে নতুন সূর্য নতুন আকাশ
নতুন বিশ্বাস বিশ্বাসী নতুন অবিশ্বাস অবিশ্বাসী
নতুন নতুনত্ব নতুন প্রত্নতত্ত্ব
এসব আসিবে ঘটিবে মহাজাগরণ
পুনর্বার বারংবার
তাইতো আজ ধ্বংসের মুখেও
আমি এক আনন্দের ঝঙ্কার!