সাধ মোর অন্তরে
বাঁধ নাকো মানে আর।
সব ছেড়ে করি বিয়ে
মন চায় পালাবার।

তবে বিয়ে প্রেমবিনা?
মনের কি রঙ নাই?
আট বউ রাখিলেও
আমি কৃষ্ণ রাধা চাই!

এই ভাবে মনে প্রাণে
বসি ধ্যানে একদিন।
বলি,হে ঈশ্বর প্রেম দাও
চেয়েছি কিছু কোনোদিন?

সেই ধ্যানে যায় দিন
যায় মাস কতবার।
মন আমার অপেক্ষায়
সে যেন উপেক্ষায় চুরমার!