সৃষ্টি সেতারে করো দান তুমি
ছন্দবিলাসী সুর
তোমার ছন্দে রহে আনন্দে
ছন্দের তৃষাতুর।