বন্ধু ওগো, দাও সাড়া দাও প্রলয় শিখার পরে,
পরান আজি উথলি উঠিছে কি জানি কিসের টানে।
অপার সিন্ধু দিতে হবে পাড়ি, তব রিক্ত হস্ত মোর,
পাছে খালি চক্ষে পড়ে, আবছায়া মুখখানি তোর।
না জানি কিসের মায়ার টানে ভিরায়েছিনু তরী,
লক্ষ্য আজি টলমলে ক্যানে, বলে দেনা কি যে করি।
মনে পড়ে তোর, সেই সান্ধ্য বেলা, পাশাপাশি বসে মোরা,
দিয়াছিনু কথা, পাড়ি তব সখা, হোক বিষাদ সিন্ধু খাড়া।
কতকাল ধরে তোমা পানে চেয়ে, তরীখানি মোর করিয়া রাখিছি খাড়া,
কত যে গোধূলি কেটে গেল তব আসেনি তোমার সাড়া।
প্রণয়া সখা একি ছিল কথা, এমনে ভুলিবে মোরে,
আশার বাজারে এমনে বিকাবে, ফেলিয়া রাখিবে মম বেদনাবিধুরে।
সান্ধ্যপ্রদীপে আঁধার ঘুচিবে, যদি এমনি ভাবিয়া থাকো,
বিধুর কিরণ মোরা অঙ্গে মাখিব, তব অন্তরের মাঝে রেখো।