প্রাচীন রীতির পিছুপিছু হাঁটছি সদা, মানছি কিছু
সন্ধ্যে রীতি হারিয়ে গেছে, লুটিয়ে গেছে অনেক কিছু,
যন্ত্র মানুষ, যন্ত্র মন, হাঁপিয়ে ওঠে, আর কতক্ষণ?
ঔ যে দূরে হৃদয় ডাকে, মন পাতলে শুনতে পাবে,
যান্ত্রিকতার বেড়াজালে সবাই হেথা বাঁচিয়ে চলে,
বাঁচিয়ে চলে স্বার্থ প্রিয়, বন্ধু হেথা নাই যে কারো,
নাই যে কারো মনের হুঁশ, ছুটছে কেবল ছুটেই খুশ।
আসল নকল সকল মিলে মিছেমিছি গল্প সাধে,
পান থেকে না চুন খসলেই হকচকিয়ে যুদ্ধ বাধে,
যুদ্ধ চলে মনে মনে, যুদ্ধ চলে কানে কানে।
ভয় পাছে হয়, সত্য বলে, অবাঞ্ছিতের রোষানলে,
হয় কাছে, নয় অসম্ভবের অসঙ্গতে শিকল ছিঁড়ে,
শূণ্য মনের গহীন থেকে হাঁক ছাড়ে কে বাঁচতে চেয়ে?