বিধ্বস্ত নীলিমায় ছাই গলা অঙ্গুলি চোখে পড়ে নি তোমার?
অক্ষি কোটরে কিছু দেখেছিলে কি আদৌ একালে, কিংবা সেকালে?
ঈষৎ কুঁচকে যাওয়া ভ্রু কুটির ছাপ এখনো কিছুটা রয়ে গেছে,
বাড়তে থাকা হৃদকম্পনগুলো প্রকৃতিতে মিলিয়ে গেছে,
এখনো ভেসে বেড়ায়,  কম্পনের বার্তা পৌঁছানো বোধহয় বাকি।
যথেষ্ট আগ্রহ নিয়ে হৃদয় মেলে দিলেই সব বলে দেবে তোমায়,
মিলে মিশে একাকার হয়ে যাবে, ভূত-ভবিষ্যৎ দুজনার।
ওরা কি সব যুগান্তরের গল্প বলে বেড়ায়, ক্ষণে ক্ষণে তোলে সানাইয়ের সুর,
লাল শাড়ি, নোলক নৃত্য, ভেজা চুলের গল্পে কান ভারি করে বেড়ায়।
আমার কেবল রুপোলি নূপুর, বকুল খোঁপা, আঁচল ঢাকা চাহনি মনে আছে,
সেই মুচকি হাসির ভিরে খুঁজে ফেরা আমার কৈশোর মনে আছে।