আমার এক চিলতে সকাল ছিল, থমকে যাওয়া দুপুর ছিল,
ঢলতে থাকা বিকেল ও গোধূল রাঙা সন্ধ্যে ছিল,
তারপরে রাত, রাতেরা সব অমাবস্যার দখলে ছিল।
আমি ছিলাম, সাথে একাকিত্ব আমার সঙ্গী ছিল,
নিশি ছিল, সব নিশিদের আড্ডা খানা আমার ঠিক পাশেই ছিল,
আগে যেমন যেমন ছিল, আজও ঠিক তেমনই আছে,
আজও সবই বহাল আছে, সব মনে হয় ঠিক ই আছে,
দূর থেকে সব ওমনি লাগে, দূর থেকে সব ঠিক ই লাগে,
কাছ থেকে না আসল লাগে, আসল নকল সকল লাগে,
একটু খানি যা সময় লাগে, একটু খানি সবর লাগে।
আমার ঠিক চাঁদ টা নেই, তুমি হবে আমার চাঁদ?
তোমার আমার জোৎস্না হবে, সকাল বিকাল সন্ধ্যা হবে।